ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির সংশোধিত নির্দেশিকা 2019 (০৪/০৩/২০১৯ ইং) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির সংশোধিত নির্দেশিকা (০৪/০৩/২০১৯ ইং) সংশোধিত বদলি নীতিমালা ২০১৯ (১) সিটিতে বদলির কোটা বাড়ল। ১০% থেকে বেড়ে এখন ২০%. (২) এখন থেকে যে কোন শিক্ষক তার স্বামী/স্ত্রী বেসরকারি চাকুরি করলেও স্বামী/স্ত্রী এর ঠিকানায় বদলি হতে পারবেন। (৩) প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষকগণ এখন থেকে যেকোন সহকারী শিক্ষকের শূন্য বদে বদলি হতে পারবেন।

Views
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির সংশোধিত নির্দেশিকা (০৪/০৩/২০১৯ ইং)
সংশোধিত বদলি নীতিমালা ২০১৯
১. সিটিতে বদলির কোটা বাড়ল। ১০% থেকে বেড়ে এখন ২০%.
২. এখন থেকে যে কোন শিক্ষক তার স্বামী/স্ত্রী বেসরকারি চাকুরি করলেও স্বামী/স্ত্রী এর ঠিকানায় বদলি হতে পারবেন।
৩. প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষকগণ এখন থেকে যেকোন সহকারী শিক্ষকের শূন্য বদে বদলি হতে পারবেন।







এ_নির্দেশিকার_চৌম্বক_অংশ_নিম্নরূপঃ

১• পদ শুণ্য থাকা সাপেক্ষে প্রধান শিক্ষকগণ যে কোন সময় বদলী হতে পারবেন ১•২ ।
২• যেকোনো থানা/উপজেলা হতে সিটি করপোরেশনে বদলী হতে পারবেন তবে আন্তঃ সিটি কর্পোরেশন বদলী বন্ধ থাকবে ২•৩।
৩• চাকুরিতে প্রথম যোগদানের দুই বছরের মধ্যে বদলীর আবেদন করা যাবে না  । একবার বদলী হলে তিন বছরের মধ্যে পুনঃ বদলীর আবেদন করা যাবে না ৩•৩,৩•৪।
৪• বহিরাগত প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২০% শিক্ষক বদলীর সুযোগ লাভ করবেন ৩•১১ ।
৫• শিক্ষক কিংবা শিক্ষকের সন্তান প্রতিবন্ধী হলে তার আবেদনকে অগ্রাধিকার দিতে হবে ৩•১২।
৬• বৈবাহিক কারণে বদলী বহিরাগত ২০% এর আওতাধীন হবে না। অর্থাৎ বৈবাহিক কারণে বদলী হতে চাইলে  বহিরাগত ২০% কোটা থাক বা না থাক তারা বদলী হতে পারবেন ৪•১।
৭• প্রশাসনিক কারণে বদলী হলে তিন বছরের মধ্যে বদলীর জন্য আবেদন করা যাবে না ৫•২।
৮• সমন্বয় বদলীর ক্ষেত্রে জ্যেষ্ঠ শিক্ষকদের পছন্দকে অগ্রাধিকার দিতে হবে। জ্যেষ্ঠ শিক্ষকগণ বদলীর ইচ্ছা পোষণ না করলে কনিষ্ঠকে বদলী করা যাবে ৬•৬।
৯• বিভাগীয়/ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অর্জনকারী এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের বিশেষ বিবেচনায় বদলীর বিষয় বিবেচনা করা যাবে ৮•৩।
১০• প্রাক-প্রাথমিকের সহকারী  শিক্ষকগণ অন্যান্য সহকারী শিক্ষকগণের মত যে কোন শুণ্য পদে বদলী হতে পারবেন ৮•৭।
১১• এই নির্দেশিকা জারির ফলে ইতঃপূর্বে জারিকৃত শিক্ষক বদলী সংক্রান্ত সকল নির্দেশিকা, প্রজ্ঞাপন, আদেশ বাতিল বলে গণ্য হবে ৮•৮।
Theme images by fpm. Powered by Blogger.