ad

সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নব্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের পারস্পরিক/ সমন্বয় বদলী সংক্রান্ত বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা মহোদয়ের সর্বশেষ পরিপত্র।

Views
আদি সরকারি ও নব সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষক সমন্বয় বদলির ক্ষেত্রে বদলি নীতিমালা-২০১৮ এর ধারা ৬ এর উপধারা ৬.৬ ও উপধারা ৬.৭ অনুসরণপূর্বক বদলি কার্যক্রম সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা।
০১. জাতীয়করণ বিদ্যালয়ের এস এম সি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৫০% শিক্ষককে পার্শ্ববর্তী বা নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারস্পরিক বা সমন্বয় বদলি করতে হবে। 
০২. এই বদলির ক্ষেত্রে চাকুরিতে জৈষ্ঠ্য শিক্ষকের পছন্দকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বদলি হতে ইচ্ছা পোষণ না করলে কনিষ্ঠদের বদলি করা যাবে। 
০৩. অবসরোত্তর বা পি আর এল ছুটি গমনের পূর্ববর্তী  ১ বছর সময়ের মধ্যে কোন শিক্ষককে  তার আবেদন ছাড়া বদলি করা যাবেনা।



Theme images by fpm. Powered by Blogger.