ad

শিক্ষক সংস্করণ, শিক্ষক সহায়িকা ও শিক্ষক র্নিদেশিকার সজ্ঞা ও বৈশিষ্ট্য।

Views

শিক্ষক সংস্করণ, শিক্ষক সহায়িকা ও শিক্ষক র্নিদেশিকার সজ্ঞা ও বৈশিষ্ট্য।

শিক্ষাক্রমের সফল বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের শ্রেণি র্কাযক্রমে সহায়তা দানের জন্য কিছু সহায়ক পুস্তক প্রণয়ন করা হয়েছে।

এ ক্ষেত্রে যেসব বিষয়ের জন্য পাঠ্যপুস্তক রয়েছে সেগুলোর জন্য শিক্ষক সংস্করণ এবং যে সব বিষয়ে শির্ক্ষাথীদের জন্য কোন পাঠ্যপুস্তক নেই সেগুলোর জন্য শিক্ষক র্নিদেশিকা ও শিক্ষক সহায়িকা প্রণয়ন করা হয়েছে।
শিক্ষক সংস্করণের বৈশিষ্ট্যঃ
১) পাঠ্যপুস্তকের বিষয়বস্তু দেয়া আছে।
২) প্রতিটি বিষয়বস্তুর জন্য অর্জন উপযোগী যোগ্যতা রয়েছে।
৩) পাঠ সংশ্লিষ্ট্য শিখন ফল দেয়া আছে।
৪) প্রয়োজনীয় শিক্ষাপকোরণ উল্লেখ আছে।
৫) পাঠের আলোচ্য বিষয় দেয়া আছে।
৬)  শিখন শেখানো র্কাযাবলী দেয়া আছে।
৭) ধারাবাহিক মুল্যায়নের জন্য নির্দেশনা দেয়া আছে।
৮) পাঠের সার সংক্ষেপ দেয়া আছে।
৯) সামষ্টিক ও সামগ্রিক মুল্যায়নের জন্য নমুনা প্রশ্ন প্রতিটি বিষয়বস্তুর শেষে সংযোজিত হয়েছে।
১০) এছারা শিক্ষক সংস্করণের শুরুতে শিক্ষকদের জন্য সাধারণ র্নিদেশনা রয়েছে।
১১) যেসব বিষয়ের পাঠ্যপুস্তক রয়েছে সেসব বিষয়ের জন্য শিক্ষক সংস্করণ প্রণয়ন করা হয়েছে।

শিক্ষক সহায়িকার বৈশিষ্ট্যঃ

১) প্রতিটি অধ্যায়ের পাঠের বিষয়বস্তু দেয়া আছে।
২) প্রতিটি বিষয়বস্তুর জন্য অর্জন উপযোগী যোগ্যতা রয়েছে।
৩) পাঠ সংশ্লিষ্ট্য শিখন ফল দেয়া আছে।
৪) প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উল্লেখ আছে।
৫) শিখন শেখানো র্কাযাবলী দেয়া আছে।
৬) ধারাবাহিক মুল্যায়নের জন্য র্নিদেশনা দেয়া আছে।
৭) পাঠের সার সংক্ষেপ দেয়া আছে।
৮) পরিকল্পিত কাজ ও সামগ্রিক মুল্যায়নের জন্য নমুনা প্রশ্ন সংযোজিত হয়েছে।
৯) এছাড়া শিক্ষক সহায়িকার শুরুতে শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা রয়েছে।
১০) যেসব বিষয়ের পাঠ্যপুস্তক নেই, সে সব বিষয়ের জন্য শিক্ষক সহায়িকা প্রণয়ন করা হয়েছে।
১১) শিক্ষক সহায়িকা শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিষয়ের জন্য প্রণীত।

শিক্ষক নির্দেশিকার বৈশিষ্ট্যঃ

১) প্রতিটি অধ্যায়ের পাঠের বিষয়বস্তু দেয়া আছে।
২) প্রতিটি বিষয়বস্তুর জন্য অর্জন উপযোগী যোগ্যতা রয়েছে।
৩) পাঠ সংশ্লিষ্ট্য শিখন ফল দেয়া আছে।
৪) প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উল্লেখ আছে।
৫) শিখন শেখানো র্কাযাবলী দেয়া আছে।
৬) ধারাবাহিক মুল্যায়নের জন্য র্নিদেশনা দেয়া আছে।
৭) পাঠের সার সংক্ষেপ দেয়া আছে।
৮) পরিকল্পিত কাজ ও সামগ্রিক মুল্যায়নের জন্য নমুনা প্রশ্ন সংযোজিত হয়েছে।
৯) এছাড়া শিক্ষক র্নিদেশিকার  শুরুতে শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা রয়েছে।
১০) যেসব বিষয়ের পাঠ্যপুস্তক নেই, সে সব বিষয়ের জন্য শিক্ষক নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।
১১) ইহা প্রথম ও দ্বিতীয় বিষয়ের বিভিন্ন ধর্ম বিষয়ক ও প্রথম হতে পঞ্চম শ্রেণির সংগীত, চারু, কারু এবং শারীরিক শিক্ষা বিষয়ের জন্য প্রণীত হয়েছে।



Theme images by fpm. Powered by Blogger.