ad

পড়া মনে রাখার ৫টি বৈজ্ঞানিক কৌশল বা উপায়

Views

পড়া মনে রাখার ৫টি বৈজ্ঞানিক কৌশল বা  উপায়ঃ

1) চোখ দেখবে,কান শুনবে, মস্তিস্ক বুঝবেঃ

***কঠিন পড়াগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ুন।তবে কেবল জোরে উচ্চারণ করে পড়লেই চলবে না, শুনতে হবে খুব মন দিয়ে। একই সাথে বিষয়টা বোঝার চেষ্টাও করতে হবে। যে অংশটি বুঝতেপারবেন না সেটা একাধিক বার করে পড়ুন।

2) লিখে লিখে পড়া অভ্যাস করুনঃ

***যেটা পড়বেন সেটা নো দেখে লেখার চেষ্টা করেন।  লিখে মিলিয়ে নিন সেটা ঠিক হলো না। ঠিক না হলে আবার লিখুন।  কয়েকবার লিখলেই রপ্তহয়ে যাবে।

3) পড়ার আছে বিশেষ সময়ঃ

*** কঠিন কিছু শিখতে হলে নিজেকেজোর করে পড়ার টেবিলে বসাবেন না।  শুধুমাত্র তখনই চেষ্টা করুন, যখন আপনি খুব আগ্রহ বোধ করছেন শেখার। না হলে রাতের বেলায় পড়তে বসুন। যেন পড়া শেষ করেই ঘুমিয়ে পড়তে পারেন। এতপড়া সহজেমনে থাকবে।

4) মস্তিস্ককে সময় দিনঃ

*** একটা কিছু জানার পর মস্তিস্কের কিছু সময় প্রয়োজন সেই তথ্যগুলো গুছিয়ে সংরক্ষণ করতে। মুলত আপনার ঘুমের সময় মস্তিষ্ক এই কাজটি করে। তাই চেষ্টা করুন কঠিন কিছু পড়া শেষ করে 10 মিনিটের মতো ঘুমিয়ে নিতে। এই সময় মস্তিষ্ক সব ডাটা সুন্দরভাবে ঘুছিয়ে নিবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে রাতে ঘুমাতে যাবার আগে সমস্ত পড়া অবশ্যই একবার রিভিশন করে তবেই ঘুমাবেন।

5) কিছু বিশেষ পদ্ধতিঃ

ছোট্ট কিছু কৌশল অবলম্বন করুন নিজের সাথে। যেমন ধরুন, পড়াটি না শেখা র্পযন্ত টেবিল ছেড়ে না ওঠা। কিংবা এটা শেখা হলে এককাপ চা খাবেন। এমন ছোট ছোট পুরষ্কারের ব্যবস্থা করুন নিজের জন্য। একটা কঠিন পড়া শেষ করে মিনিট পাঁচেক গল্প করে নিলেও মন ফ্রেশ হয়।


Theme images by fpm. Powered by Blogger.