ad

অষ্টম জাতীয় পে-স্কেল বা "চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫

Views

অষ্টম জাতীয় পে-স্কেলকে "চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ নামে অভিহিত করা হয়। এটি প্রকাশিত হয় ১ লা জুলাই ২০১৫ খ্রি: তারিখে। নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।

>এ পে স্কেলের ফলে ৭৩-১০০ পর্যন্ত বেতন বৃদ্ধি পায়।
>টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়া হয়
>১০ বছর ও ১৬ বছর একই পদে স্বয়ংক্রিয় উচ্চতর স্কেল দেওয়া হয়।
>সিভিল পে স্কেল বলতে কোন বাহিনী, বে-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে।
>৮২৫০ থেকে ৭৮০০০ টাকা পর্যন্ত বেতন ধরা হয়েছে।
>গ্রেড ভিত্তিক পরিচিতি প্রদান করা হয়েছে, শ্রেণী বিলুপ্ত হয়।
>১৮ মাসের ছুটি নগদায়নের সুবিধা দেওয়া হয়।
>পে ফিক্সেশন বাধ্যতা মূলক করা হয়েছে।
>চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করা হয়।
>বাংলা নববর্ষ ভাতা ২০% মূল বেতনের।
>শিক্ষা সহায়ক ভাতা ৫০০ টাকা এক সন্তানের জন্য।
>টিফিস ভাতা মাসিক ২০০ টাকা করা হয়।
>যাতায়াত ভাতা মাসিক ৩০০ টাকা করা হয়।
















Pdf file download link
Theme images by fpm. Powered by Blogger.