বিদেশে চিকিৎসার জন্য নমুনা আবেদন বা দরখাস্ত
Views
সাধারণত অধিদপ্তর বা বিভাগ প্রধান বরাবর আবেদন করবেন যেভাবে
নমুনা:-১
বরাবর
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
১২১, কাজী নজরুল ইসলাম এভিনিউ
ঢাকা-১০০০।
(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)
বিষয়ঃ ভারতে আজমীর শরীফ জিয়ারত ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমনের অনুমতিসহ ছুটি মঞ্জুরী
প্রসঙ্গে।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি বাংলাদেশ বেতার, কবিরপুর কেন্দ্রে অফিস সহায়ক পদে কর্মরত আছি। আজমীর শরীফ জিয়ারত ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমনের জন্য বর্তমানে আমার ভারত যাওয়া প্রয়োজন। প্রেক্ষিতে ০১ (এক) মাস ১৫ (পনের) দিন=(৪৫) দিনের ছুটি ২৪/০৭/২০১৬ইং হতে ০৬/০৯/২০১৬ইং পর্যন্ত (প্রকৃত ছুটি ভোগের দিন হতে) মঞ্জুরের জন্য আবেদন করছি। অর্জিত ছুটির ফরম পূরণপূর্বক এতদসঙ্গে প্রেরণ করা হলো।
অতএব, হুজুরের নিকট আকুল আবেদন এই যে, আমাকে অনুগ্রহপূর্বক ভারত ভ্রমনের অনুমতিসহ ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
আপনার অনুগত
তারিখঃ
(Your Name)
অফিস সহায়ক
বাংলাদেশ বেতার, কবিরপুর
সাভার, ঢাকা।
নমুনা:-৫
বরাবর
অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বাংলাদেশ বেতার, কবিরপুর
সাভার, ঢাকা।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ভারতে আজমীর শরীফ জিয়ারত, অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমণের জন্য মহাপরিচালক মহোদয় বরাবর আবেদন করছি।
অতএব, আমার সংযুক্ত আবেদন পত্র ও অন্যান্য কাগজপত্রাদি সদর দপ্তরে প্রেরণের জন্য বিনীত অনুরোধ করছি।
আপনার অনুগত
তারিখঃ
(নাছিমা)
অফিস সহায়ক
বাংলাদেশ বেতার, কবিরপুর
সাভার, ঢাকা।

