ad

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর উপায় ও কৌশল

Views

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর উপায় ও কৌশল


(১) যথাযথ প্রেষণা দান (২) অংশগ্রহনমূলক পদ্ধতিতে পাঠদান (৩) প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও উপকরণ দ্বারা শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সজ্জিতকরণ (৪) সহ-পাঠক্রমিক কার্যক্রমের বিস্তার (৫) একীভূত শিক্ষা নিশ্চিতকরণ (৬) দরিদ্র ছাত্রদের জন্য উপবৃত্তি/ বিশেষ বৃত্তির ব্যবস্থা করণ (৭) শ্রেণিকক্ষে সৌহার্দ্যপূর্ণ মানবিক সম্পর্ক প্রতিষ্ঠা (৮) বিদ্যালয় চত্বরকে পরিপাটি, পরিষ্কার-পরিচ্ছন্ন ও আকর্ষণীয়করণ (৯) নিরবচ্ছিন্ন ও নিবিড় পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণের দক্ষতা ও নৈপূণ্যের বিকাশ সাধন (১০) পাঠক্রম ও পাঠ্যসূচির যুগোপযোগীকরণ (১১) বিদ্যালয়ের, বিশেষ করে শ্রেণি কক্ষের অবকাঠামোগত উন্নয়ন (১২) প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দানের মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার ১ : ৪০ এর মধ্যে সীমাবদ্ধকরণ (১৩) আধুনিক শিক্ষা উপকরণ (মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপ্টপ) সরবরাহ করণ ও এর সঠিক ব্যবহার নিশ্চিত করণ (১৪) বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়া সহজীকরণ (১৫) প্রধান শিক্ষকের ইতিবাচক, গঠনমূলক ও কার্যকর মনিটরিং (১৬) বিদ্যালয়ে বাগান করা, ম্যাগাজিন প্রকাশ, সাহিত্য সংসদ গঠন, কমপিউটার কোর্স চালু করা (১৭) পরিচ্ছন্ন ও সুস্থ্য চিত্ত-বিনোদনের ব্যবস্থা করা (১৮) কাউন্সেলিং এর ব্যবস্থা করা (১৯) শিক্ষার্থীদের জন্য উপযুক্ত, নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা (২০) শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের বাড়িতে মাঝে মাঝে খোঁজ-খবর নিতে যাওয়া।
সর্বোপরি আন্তরিকতার সাথে স্বীয় কর্তব্য ও দায়িত্ব যথাযথ ভাবে পালন করলে সফলতা আসবেই।
Theme images by fpm. Powered by Blogger.