ad

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাসপোর্ট করার নিয়মঃ

Views

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাসপোর্ট করার নিয়মঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১) ৪ কপি NOC ফর্ম পূরণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।
২) উপজেলা শিক্ষা অফিস সেটা ফরোয়ার্ডিং সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবে।
৩) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার NOC অনুমোদন করে সফট কপি DPE'র ওয়েবসাইটে দিবেন, এক কপি অধিদপ্তরে প্রেরণ করবেন, এক কপি পাসপোর্ট অফিসে পিয়ন বুক সহ প্রেরণ করবেন, এক কপি আপনাকে দিবেন আর এক কপি অফিসে সংরক্ষণ করবেন। আপনি ওয়েবসাইট চেক করে যখন দেখবেন NOC ওয়েবসাইটে চলে এসেছে, তখন এক কপি পাসপোর্ট ফরম যথাযথ ও নির্ভুলভাবে পূরণ করে,ব্যাংকে টাকা (৩৪৫০ টাকা) জমা দিয়ে রশিদ সহ NOC'র হার্ড কপি সহ পাসপোর্ট অফিসে জমা দিবেন। সেখানে আপনার ছবি ও আঙ্গুলের ছাপ প্রদানের ১০ থেকে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন।
বিঃদ্রঃ বর্তমানে Official process maintain করে পাসপোর্ট করতে হবে, কিন্তু আপনি পাবেন সাধারণ পাসপোর্ট।


Theme images by fpm. Powered by Blogger.