ad

দৈনিক_সমাবেশের_ধারাবাহিক_কাজসমূহ ও শপথ বাক্য

Views
দৈনিক_সমাবেশের_ধারাবাহিক_কাজসমূহ:

১. জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন
২. পবিত্র কুরআন থেকে পাঠ
৩. আনুগত্যের শপথ গ্রহন
৪. জাতীয় সংগীত পরিবেশন
৫. প্রতিষ্ঠান প্রধান/শিক্ষকের বক্তব্য
৬. পাঁচ মিনিটের জন্য শরীর চর্চা
৭. সমাবেশ শেষে শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে নিজ নিজ শ্রেণিকক্ষে গমন করবে।

#শপথ:
আমি শপথ করছি যে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। দেশের প্রতি অনুগত থাকব। দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সচেষ্ট থাকব।
হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি।
(আমিন)



Theme images by fpm. Powered by Blogger.