এক ভোটার এলাকা থেকে অন্য ভোটার এলাকায় স্থানান্তরে করনীয়ঃ
Views
এক ভোটার এলাকা থেকে অন্য ভোটার এলাকায় স্থানান্তরে করনীয়ঃ
নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে:
১) আবেদনকারীরর NID ফটোকপি,
২) যে এলাকায় স্থানান্তরণ হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স বা চৌকিদারি রশিদ,
৪) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
বি.দ্র.: স্থানান্তরের জন্য কোন ফি নেই।
বি.দ্র.: ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে পুরাতন কার্ড জমা দিয়ে এবং ২৩০/- ফি ফমা দিয়ে নতুন কার্ড এর জন্য আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।