ad

নিজে নিজে সেট আপ/ইন্সটল দিন Wndows 7( PC Tips & Tricks পর্বঃ ০১)

Views

সবাইকে ছালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আজ আপনাদের শিখাবো কিভাবে উইন্ডোজ সেভেন ধাপে ধাপে সেটআপ বা ইন্সটল দিতে হয়। আমরা জানি যে আমাদের ল্যাপটপ বা পিসিতে প্রায় প্রায় উইন্ডোজ দিতে হয়।  ফলে বিড়ম্বনার শিকার হতে হয়। এই পোস্ট পড়ার পর আপনাকে আর কারও মুখাপেক্ষি হতে হবে না। আপনি নিজে নিজে উইন্ডোজ দিতে পারবেন।

Step 1: প্রথমে আপনার উইন্ডোজ 7 সিডিটি প্রবেশ করান। প্রবেশ করানোর পর আপনার কাছে
অপশন চাইবে যে, আপান কোন অপশন থেকে উইন্ডোজ চালু করবেন। সিডি অপশন সিলেক্ট করে এন্টার চাপুন।


Step:2 এবার ছবিতে দেখানো 2টি অপশনের মধ্যে উপরের অপশন অর্থাৎ Windows set up select করুন।

এর পর Windows Load  হওয়া শুরু হবে উপরের ছবির মতো।



Step: 3 এবার এখানে এই অপশনটা অটো সিলেক্ট করাই থাকে। তারপর Next এ ক্লিক করুন।
Step: 4 এখন Install Now এ ক্লিক করুন।

Step: 5 এবার আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনার টপসির বিট ঠিক করুন। সাধারণত আমাদের পিসি বা ল্যাপটপ গুলি 32 বা 64 বিট থাকে। ছবিতে দেখতে পারছেন x86 ও  x64 । এখানে একটা বিষয় দেখেন 32 বিট নেই মানে x86 মানেই 32 বিট। Next ক্লিক করুন।
Step: 5 Now I accept the license term select করে Next এ ক্লিক করুন।
Step: 6 এবার custom select করুন।

Step: 7 এবার আপনি আপনার হার্ড ডিস্কের সি ড্রাইভ ফাকা আছে কিনা দেখুন। ফাকা না থাকলে ফরমেট দিয়ে ফাকা করুন। সি ড্রাইভ সিলেক্ট করে ফরমেট অপশনে ক্লিক করতে হবে।
এবার ফরমেট অপশনে ক্লিক করে ফরমেট করুন।
Step: 8 এবার দেখুন উইন্ডোজ ইন্সটল শুরু হয়ে গেছে । এখানে কিছু সময় নিবে। অপেক্ষা করুন।
Step: 9 এবার আপনার পিসি রিস্টার্ট নিবে।
দেখুন রিস্টার্ট নিচ্ছে।
Step: 10 এবার windows install complete হবে।
ইন্সটল কমপ্লিট হলে পিসি রিস্টার্ট নিবে।
এবার প্রথম বারের মতো পিসি ব্যবহারের জন্য প্রস্তুত হবে।

Step:11 এই স্টেপে আপনার পিসির নাম দিবেন।
এবারে আপনি পাসওয়ার্ড দিতে চাইলে পাসওয়ার্ড দিতে পারেন বা পরে দিতে পারেন। এর পর Next Click করুন।

এই অপশনে আপনি Ask me later এ ক্লিক করুন।
Step: 12 এবার আপনি আপনার দেশ অনুযায়ী সময় ঠিক করে নিবেন। ঢাকা, বাংলাদেশ খুজে সিলেক্ট করুন। Next Click করুন। উইন্ডোজ ফাইনালাইজ হবে। যদি উইন্ডোজ কী চায় তো সিডির প্যাক থেকে  দিবেন। কোন কোন সিডি তে দেয়া থাকে না সেগুলো অটো উইন্ডোজ। এগুলোর জন্য কী লাগে না।
তার পর উইন্ডোজ স্টার্ট হবে ।
ওয়াও দেখুন চুড়ান্তভাবে উইন্ডোজ সেভেন ইনসটল হয়ে গেছে । এবার আপনার মনের মতো আপনার পিসিকে সাজিয়ে তুলুন।
তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.