ad

চাকুরি স্থায়ীকরণের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রেরণ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি।

Views

 


চাকুরি স্থায়ীকরণের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রেরণ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি। (২৮/০৩/২৪)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

তারিখ: ১৪ চৈত্র ১৪৩০

২৮ মার্চ ২০২

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.৩২.০২.২৩. ৫০৬ বিষয়: চাকুরি স্থায়ীকরণের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন পিইডিপি-৩ হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ করা প্রয়োজন। এ লক্ষ্যে বর্ণিত কর্মচারীদের নিম্নবর্ণিত কাগজপত্রাদি আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১. আবেদনপত্রঃ ২. নিয়োগপত্র; ৩. সর্বশেষ ০৩ (তিন) বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর); ৪. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক সার্ভিস বহি'র সত্যায়িত ফটোকপি।

স্বাক্ষরিত

মোহাম্মদ নজ্রুল ইসলাম সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) ফোন: ৫৫০৭৪৯১৭ ই-মেইল: adgeneraldpe@gmail.com উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ বিভাগ। বিতরণ: ১. ২. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/ সুপারিনটেনডেন্ট (পিটিআই) জেলা। ৩. উপজলা/থানা শিক্ষা অফিসার/ ইন্সট্রাক্টর, ইউআরসি/টিআরসি... উপজেলা, জেলা। অনুলিপি: ১. ২. মহাপরিচালক এর ব্যক্তিগত কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অতিরিক্ত মহাপরিচালক/অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪), এর ব্যক্তিগত কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা। ৩. পরিচালক (প্রশাসন) এর ব্যক্তিগত সহকারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা। 8. অফিস কপি।


DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.