৩০০ নম্বরের বিশেষ বিসিএস: থাকবে MCQ ও মৌখিক পরীক্ষা
৩০০ নম্বরের বিশেষ বিসিএস: থাকবে MCQ ও মৌখিক পরীক্ষা
বিশেষ বিসিএস পরীক্ষার বিধান জারি: নির্দিষ্ট ১৭টি ক্যাডারে সরাসরি নিয়োগে নতুন ব্যবস্থা
👉বিশেষ বিসিএস হবে ৩০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে; এমসিকিউ ও মৌখিক অংশ অন্তর্ভুক্ত
ঢাকা, ২৭ মে ২০২৫:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ বিসিএস পরীক্ষার জন্য নতুন বিধান জারি করেছে। গত ২৭ মে ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৫ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-তে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৫৯ এবং সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শক্রমে এই সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। এতে নতুনভাবে “বিধি ২২ক” নামে একটি ধারা সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নির্ধারিত কিছু ক্যাডার পদে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
নতুন এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত ১৭টি ক্যাডার হলো:
তফসিল-১ এর ক্রমিক (২), (৫)(খ), (৯), (১০)(খ), (১২), (১৩), (১৪), (১৫)(খ), (১৬), (১৯), (২০), (২১), (২৩), (২৪), (২৬) এবং (২৭)(খ)-এ উল্লিখিত সার্ভিস বা ক্যাডার পদসমূহ।
পরীক্ষার কাঠামো হবে নিম্নরূপ:
-
লিখিত পরীক্ষা (MCQ): ২০০ নম্বর
-
মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর
-
মোট নম্বর: ৩০০
লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:
১. বাংলা – ২০
২. ইংরেজি – ২০
৩. বাংলাদেশ বিষয়াবলি – ২০
৪. আন্তর্জাতিক বিষয়াবলি – ২০
৫. মানসিক দক্ষতা – ১০
৬. গাণিতিক যুক্তি – ১০
৭. সংশ্লিষ্ট ক্যাডার ও পদের প্রাসঙ্গিক বিষয় – ১০০
পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। প্রতি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। মৌখিক পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৫০। লিখিত পরীক্ষার পাশ নম্বর পিএসসি নির্ধারণ করবে এবং তা চূড়ান্ত হবে।
পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল ঢাকায়, তবে প্রয়োজন বিবেচনায় ঢাকার বাইরে কেন্দ্র স্থাপন করা যেতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিশেষ বিসিএস-এর সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, “বিধি ২২ক-এর অধীন গৃহীত কোনো বিসিএস পরীক্ষাই ‘বিশেষ বিসিএস’ হিসেবে গণ্য হবে।”
বিশ্লেষণ:
এই নতুন বিধান সরকারের নিয়োগ প্রক্রিয়ায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে এটি দীর্ঘ সময় ধরে শূন্য থাকা নির্দিষ্ট ক্যাডার পদগুলো পূরণের পথ সহজ করবে, অন্যদিকে যোগ্য প্রার্থীদের জন্য আলাদা সুযোগ সৃষ্টি করবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন:
ড. মো: মোখলেস উর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রয়োজনে এই রিপোর্টটি আপনার কাঙ্ক্ষিত দৈনিক বা অনলাইন নিউজ পোর্টালের শৈলীতে কাস্টমাইজ করা যেতে পারে। জানালে আমি সেটাও করে দিতে পারি।
রেজিস্টার্ড নং ডি এ-১
বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
মঙ্গলবার, মে ২৭, ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৫ শাখা
প্রজ্ঞাপন
তারিখ: ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ/ ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
এস.আর.ও নং-১৮৬-আইন/২০২৫।সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯ এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪০ (২) অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:-
(ক) উপরি-উক্ত বিধিমালার বিধি ২২ এর পর নিম্নরূপ নূতন বিধি ২২ক সন্নিবেশিত হইবে,
যথা:-
"২২ক। বিশেষ বিধান। (১) এই বিধিমালা বা আপাতত বলবৎ অন্য কোনো বিধিমালাতে যাহা কিছুই থাকুক না কেন, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, তফসিল-১ এর ক্রমিক (২), (৫) (খ), (৯), (১০) (খ), (১২), (১৩), (১৪), (১৫) (খ), (১৬), (১৯), (২০), (২১), (২৩), (২৪), (২৬) এবং (২৭) (খ) তে উল্লিখিত সার্ভিস বা ক্যাডার পদসমূহে নিয়োগের জন্য বিশেষ বিসিএস পরীক্ষার আওতায় নিম্নবর্ণিত পরীক্ষার মাধ্যমে, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রার্থী সুপারিশ করিতে পারিবে, যথা:-
(ক) লিখিত পরীক্ষা (MCQ type) ২০০ নম্বর;
(খ) মৌখিক পরীক্ষা ১০০ নম্বর;
৩০০ নম্বর। সর্বমোট
(২) উপ-বিধি (১) এর দফা (ক) তে উল্লিখিত লিখিত পরীক্ষার বিষয়, মানবণ্টন, ন্যূনতম পাশ নম্বর এবং পরীক্ষা গ্রহণের সময় ও স্থান তফসিল-৩ অনুযায়ী পরিচালিত হইবে;
(৩) উপ-বিধি (১) এর দফা (ক) তে উল্লিখিত নিয়োগের ক্ষেত্রে বয়স, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা ও শর্তের ক্ষেত্রে এই বিধিমালার অন্যান্য বিধানাবলি প্রযোজ্য হইবে;
ব্যাখ্যা। এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে "বিশেষ বিসিএস” অর্থ বিধি ২২ক এর অধীন গৃহীত কোনো বিসিএস পরীক্ষা"।
(খ) উপরি-উক্ত বিধিমালার তফসিল-২ এর পর নিম্নরূপ নূতন তফসিল-৩ সংযোজিত হইবে, যথা:-
"তফসিল-৩
[বিধি ২২(ক) দ্রষ্টব্য]
(ক) তফসিল-১ এর ক্রমিক (২), (৫) (খ), (৯), (১০) (খ), (১২), (১৩), (১৪), (১৫) (খ), (১৬), (১৯), (২০), (২১), (২৩), (২৪), (২৬) এবং (২৭) (খ) এ উল্লিখিত সার্ভিস বা ক্যাডার পদসমূহে বিশেষ বিসিএস পরীক্ষার আওতায় নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার বিষয়, নম্বর এবং পরীক্ষা গ্রহণের সময়
হইবে নিম্নরূপ, যথা:-
বিষয় ও নম্বর বন্টনঃ
১) বাংলা ------২০ নম্বর
২) ইংরেজি--------২০ নম্বর
৩) বাংলাদেশ বিষয়াবলি-------২০ নম্বর
৪) আন্তর্জাতিক বিষয়াবলি---------২০ নম্বর
৫) মানসিক দক্ষতা------------১০ নম্বর
৬) গাণিতিক যুক্তি----------১০ নম্বর
৭) সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়---------১০০ নম্বর
পরীক্ষার সময় ঃ ২ ঘন্টা
(খ) প্রতিটি MCQ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর পাইবেন এবং ভুল উত্তরের
জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কর্তন করা হইবে;
(গ) লিখিত পরীক্ষার পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হইবে এবং উহা চূড়ান্ত হইবে;
(ঘ) মৌখিক পরীক্ষার ন্যূনতম পাশ নম্বর হইবে ৫০ (পঞ্চাশ);
(ঙ) লিখিত পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হইবে, তবে প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের নিকট প্রয়োজনীয় প্রতীয়মান হইলে ঢাকার বাহিরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাইবে"।
স্বাক্ষরিত
রাষ্ট্রপতির আদেশক্রমে
ড. মো: মোখলেস উর রহমান
সিনিয়র সচিব।





No comments
Your opinion here...