ad

নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনসমূহের বিষয়ে অধিকতর নিশ্চিত হবার লক্ষ্যে এবং প্রত্যয়নপত্রসমূহ যথাযথভাবে যাচাইয়ের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি আবেদনসমূহের হার্ডকপি সরাসরি/বাহক মারফত অথবা ডাকযোগে প্রেরণ সংক্রান্ত NTRCA এর নির্দেশনা। (০২/০৫/২০২৩)

Views

 


নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনসমূহের বিষয়ে অধিকতর নিশ্চিত হবার লক্ষ্যে এবং প্রত্যয়নপত্রসমূহ যথাযথভাবে যাচাইয়ের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি আবেদনসমূহের হার্ডকপি সরাসরি/বাহক মারফত অথবা ডাকযোগে প্রেরণ সংক্রান্ত NTRCA এর নির্দেশনা। (০২/০৫/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, 

শিক্ষা মন্ত্রণালয় 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা)

৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১000

www.ntrca.gov.bd


তারিখ:- ১৯ বৈশাখ, ১৪৩০ ০২ মে, 2023 খ্রি


স্মারক নম্বর: ৩৭,০৫,0000,010,99,001.20.602


বিজ্ঞপ্তি


সূত্র: এ কার্যালয়ের স্মারক নং- ৩৭,০৫,০০০০.০১০০৫.০০১.২০.৪৩৭, তারিখ: 21.06.2021 খ্রি.।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিদ্যমান সেবাসমূহ সহজিকরণের অংশ হিসেবে নিবন্ধনধারী শিক্ষকগণের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই এর আবেদন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর স্মারক নং ৩৭.০৫.০০০০.০১০.০৫.০০১.২০,৪৩৭, তারিখ: 21.06.2021 খ্রী: অনুযায়ী অনলাইনে গ্রহণ করা হয়। নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনসমূহের বিষয়ে অধিকতর নিশ্চিত হবার লক্ষ্যে এবং প্রত্যয়নপত্রসমূহ যথাযথভাবে যাচাইয়ের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি আবেদনসমূহের হার্ডকপি সরাসরি/বাহক মারফত অথবা ডাকযোগে প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।



স্বাক্ষরিত 

(মোঃ আবদুর রহমান) 

পরিচালক (উপসচিব)

পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এনটিআরসিএ, ঢাকা।

তারিখ: ১৯ বৈশাখ, ১৪৩০ ব 02 মে, 2023 খ্রি.


স্মারক নম্বর: ৩৭.০৫.0000.00 99.001.20.602 / 1 (৭)


বিতরণ: সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে


১. মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও, ঢাকা।


২. মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, গাইড হাউস, নিউ বেইলি রোড, ঢাকা-১০০০


৩. মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা। ৪. পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা।


৫. জেলা শিক্ষা অফিসার (সকল)।


৬. সহকারী প্রোগ্রামার, এনটিআরসিএ, ঢাকা (পত্রটি এনটিআরসিএ'র ওয়েবসাইটে আপলোড করার অনুরোধসহ)। ৭. পিএ টু চেয়ারম্যান, এনটিআরিসিএ, ঢাকা (চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য)।


(মোঃ আবদুর রহমান) পরিচালক (উপসচিব) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এনটিআরসিএ, ঢাকা।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.