IPEMIS সফটওয়্যার পুনরায় খুলে দেয়া হয়েছে। শিক্ষকের ছবি ও স্বাক্ষর ছাড়া অন্য কোনো কিছু আপলোড দেয়া লাগবে না।
Views
পোস্টিং -এর ইতিহাসে কিছু লেবেল পরিবর্তন করা
পোস্টিং -এর ইতিহাসে প্লেসমেন্ট স্কুল সংক্রান্ত
পোস্টিং -এর ইতিহাসে কিছু কিছু ক্ষেত্রে
স্কুলগুলোর জন্য নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক যোগ
তথ্য অনুমোদনের সময় অনুমোদনকারী চাইলে যে
অনেকের ক্ষেত্রে চাকরির অবস্থা অজানা প্রদর্শন
বেশ কিছু ফিল্ডের জন্য সর্বোচ্চ ডাটা লেংথ বা
কিছু বিদ্যালয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোন
সকল ধরনের পেন্ডিং এপ্রুভাল রিকোয়েস্ট এখন
বর্তমানে কেবল মাত্র নিজের প্রোফাইল পিকচার ও
নিয়োগের বা বদলির গেজেট, শিক্ষাগত ডিগ্রীর
বিদ্যালয়ের লিস্ট পেইজে নতুন স্কুল কোডের
ভবনের ফ্লোর সাইজ, কক্ষের দৈর্ঘ, প্রস্থ এসব তথ্য
ড্রাফট এবং পরবর্তী/নেক্সট বাটন এখন থেকে
AUEO, UEO গন সিস্টেমে বিদ্যমান প্রাইভেট
IPEMIS সফটওয়্যার পুনরায় খুলে দেয়া হয়েছে। শিক্ষকের ছবি ও স্বাক্ষর ছাড়া অন্য কোনো কিছু আপলোড দেয়া লাগবে না।
IPEMIS সিস্টেমে একটা নতুন সফটওয়্যার আপডেট দেয়া হয়েছে। এই আপডেটে বেশ কিছু বাগ বা সিস্টেমের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা হয়েছে। একই সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশ অনুযায়ী সিস্টেমে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে।

হয়েছে যা ইউজারদের কনফিউশন দূর করবে এবং
এখানে কিছু নির্দেশিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে যা
ইউজারকে তথ্য প্রদানে সহায়তা করবে।

সমস্যাটি সমাধান করা হয়েছে।

বিদ্যালয়ের নাম সম্পূর্ণ প্রদর্শন করতো না, এটা
সমাধান করা হয়েছে।

করার ক্ষেত্রে একটা সমস্যা ছিল যা সমাধান করা
হয়েছে।

কোন তথ্য সংশোধন করে অনুমোদন দিতে
পারবেন।

করতো, এটি সমাধান করা হয়েছে।

ফিল্ড সাইজ ফিক্সড করা হয়েছে যার মাধ্যমে
অনেক অপ্রত্যাশিত সমস্যার সমাধান হয়েছে।

শিক্ষকই সিস্টেমে লগইন করতে পারছিলেন না,
এই সমস্যাটি সমাধান করা হয়েছে।

থেকে প্রশিঅ -এর সুপার এডমিন ইউজার দেখতে
পাবেন।

স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করা লাগবে।
প্রোফাইল পিকচারের সর্বোচ্চ সাইজ ১০ মেগাবাইট
এবং স্বাক্ষরের স্ক্যান কপির সর্বোচ্চ সাইজ ২
মেগাবাইট ফিক্সড করা হয়েছে।

সার্টিফিকেট, ট্রেনিং -এর সার্টিফিকেট, জন্ম সনদ,
এনাইডি কপি ইত্যাদি ডকুমেন্ট -এর স্ক্যান কপি
আপলোড করার অপশন তুলে দেয়া হয়েছে,
আপাতত এগুলি আপলোড করার কোনো
প্রয়োজন নাই বা করা লাগবে না।

পাশাপাশি এখন থেকে পুরাতন EMIS কোডও
প্রদর্শন করবে, যাতে একই নামের একাধিক
বিদ্যালয়ের মধ্য থেকে একটা বিদ্যালয়কে সহজে
চেনা যায়।

ভগ্নাংশে প্রদান করা যাবে।

সর্বদা এনাবল থাকবে, ভুল তথ্য প্রদান করে ড্রাফট
বা পরবর্তী বাটনে ক্লিক করলে তথ্য সংশোধন
করার জন্য ইউজারকে যথাযথভাবে মেসেজ
প্রদর্শন করা হবে।

স্কুলগুলির জন্য হেডটিচারের একাউন্ট খুলে দিতে
পারবেন, এক্ষেত্রে বিদ্যালয়টি কোন ক্লাস্টারের
অন্তর্ভুক্ত তাও সিস্টেমে উল্লেখ করে দেয়া
বাধ্যতামূলক করা হয়েছে।
(সংগৃহীত - IPEMIS support group.)
No comments
Your opinion here...