ad

আগামী জুলাই মাসে আপনার বেতন কত হবে জেনে নিন।

Views


আগামী ১লা জুলাই আপনার বেতন কত হবে দেখে নিন

১নং গ্রেডের কোন বেতন বৃদ্ধি নেই।
২নং গ্রেডে ৫টি ইনক্রিমেন্ট রয়েছে।


৩নং গ্রেডে ৮টি ইনক্রিমেন্ট রয়েছে।
২০ নং গ্রেডে ১৯টি ইনক্রিমেন্ট রয়েছে। প্রতি ইনক্রিমেন্ট এ ৫% হারে বৃদ্ধি করা হয়েছে।
মুল বেতন অনুপাতে বাড়িভাড়া বৃদ্ধি পাবেন। চার্ট থেকে বাড়ি ভাড়া বের করে নিন।

ধরুন আপনি ১৬ নম্বর গ্রেডে ১১,৮৯০ টাকা বেতন পাচ্ছেন। তাহলে আপনার মুল বেতন ১লা জুলাই/২০১৯ এ দাড়াবে ১২৪৯০ টাকা। সে হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে।

মূল বেতন                    ১২৪৯০ টাকা
বাড়ি ভাড়া                    ৫৬২০ টাকা (৪৫%অন্যান্য স্থানের হারে)
চিকিৎসা ভাতা             ১৫০০ টাকা
টিফিন ভাতা                 ২০০ টাকা
___________________________________
মোট বেতন ভাতাদি =   ১৯৮১০ টাকা মাত্র।

ইনক্রিমেন্ট তালিকা থেকে আপনারটা হিসাব করে নিতে পারেন।

Theme images by fpm. Powered by Blogger.